প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক:
অভিনেত্রী পরীমনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলেকে সঙ্গে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন তথ্যটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। গত ১৩ মে পরীমনি ফেসবুকে জানিয়েছিলেন অসুস্থ তিনি। ১০৩ ডিগ্রি সেলসিয়াস জ্বর তার।
এরপরে পরীমনি জানান, শরীর আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন তিনি।
এছাড়া তিনি যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি, সেটা জানিয়েছেন পোস্টের চেকইনে।
রবিবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে তিনি লেখেন, মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর। এরপর সেই পোস্টে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানান চিত্রনায়িকা।
রবিবার ছিল বিশ্ব মা দিবস। আর ওইদিনই হাসপাতালে ভর্তি থাকার কথা জানান অভিনেত্রী। পোস্টে তার সঙ্গে ছেলে রাজ্যকেও দেখা যায়। অসুস্থ অবস্থায়ও ছেলের প্রতি দায়িত্ব থেকে দূরত্বে যাননি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলের দেখাশোনা করছেন। আর এ কারণেই হয়তো লিখেছেন, মায়েদের জীবন কঠিন সুন্দর।
আগামী ১৯ মে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘মা’ সিনেমা। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যা ফিল্ম এ প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটি।