প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ২:৫৮:২৬ প্রিন্ট সংস্করণ
বি.এম মনির হোসেনঃ
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন মানবিক কল্যান সংস্থা” কর্তৃক শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
(২২মার্চ বুধবার) সকাল ১১ঘটিকায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে গৈলা মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু তালুকদার প্রধান অতিথি হিসেবে ১শ দুঃস্থ পরিবারের মাঝে বুট, চিনি, তেল, খেজুর, চিড়াসহ ইফতার সামগ্রী বিতরণ করেন।
বন্ধন মানবিক কল্যান সংস্থার কর্মকর্তা আশিষ চন্দ্র শীলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্ধন মানবিক কল্যান সংস্থার কর্মকর্তা মোঃ মজিবুল হক,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, দৈনিক হিরন্ময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ নাসির উদ্দীন, ও গৌরনদীর সাংবাদিক মেঃ ইয়াদুল ইসলাম, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সদস্য তালুকদার মোঃ মনিরুজ্জামান,মোঃ মশিউর রহমান, রোজিনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।