জাতীয়

আসন্ন ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৯:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন ঈদুল ফিতরে নির্বাহী আদেশে এক দিনের ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে আগামী ২০ এপ্রিল নির্বাহী ক্ষমতা বলে বিশেষ ছুটির অনুমোদন দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে করে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল, সে দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলো।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com