কবি, মুহাম্মদ এমরান ২৬ মার্চ ২০২৩ , ৫:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ
ঘুমের চেয়ে নামাজ উত্তম
ঘুম ভাঙ্গিয়া উঠো, সেহেরি খেয়ে রোজা রেখে
আল্লাহর পথে ছুটো।
আল্লাহর পথে চললে সবে
কমবে যতো পাপ, দুইহাত তুলে মুনাজাত করে চাইতে হবে মাফ।
ইসলামিক জীবন গঠন হলে
ছুটে আসবে সুখ, কুরআন হাদিস মেনে চললে দূর হবে যতো দুখ।
রোজা রেখে নামাজ আদায়
করো মুসলিম ভাই, পরকালে সুখ শান্তি আসুক, সুখের জীবন চাই।
আল্লাহর হুকুম মেনে চললে
সুখ আসিবে জীবনে, কুরআন হাদিস তেলওয়াতে হাসবে ভুবন মরণে।
সুখের জীবন গঠন করতে
আল্লাহর পথে আসো, সঠিক হাদিস আমল করে জান্নাতে গিয়ে হাসো।