বিনোদন

ঈদউল ফিতরে একগুচ্ছ নাটকে মানসী প্রকৃতি

  বিনোদন ডেস্ক: ১৭ এপ্রিল ২০২৩ , ১১:২৯:২৫ প্রিন্ট সংস্করণ

চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি নিয়মিত কাজ করছেন নাটক-সিনেমায়। আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশকিছু কাজ শেষ করেছেন তিনি। এবারের ঈদে প্রকৃতিকে একক ও ধারাবাহিক নাটক মিলিয়ে দেড় ডজন নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য একক নাটক হচ্ছে এস এ হক অলিক পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’আদিবাসী মিজানের ‘মা পুত ব্যাক্কল ২’শামসুল আলমের ‘পাশের ঘরের মিষ্টি ভাবী’সাগর খানের ‘আমার স্বপ্ন তুমি’এম এ এইচ হান্নানের ‘বখাটে প্রেম’শফিক বাবুর ‘হাবভাব’। ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে নাসির উদ্দিন মাসুদের সাত পর্বের ‘সুপার সিক্স। অন্যদিকে, মানসী অভিনতি প্রচারের অপেক্ষায় আছে আরও দুটি ধারাবাহিক নাটক। এগুলো হচ্ছে ফরিদুল হাসানের ‘ফাঁপড়’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে। অচিরেই ধারাবাহিক দুটি প্রচারে আসবে বলে জানান মানসী। এছাড়াও আরও কয়েকটি নাটকে কাজ করবেন বলে জানিয়েছেন প্রকৃতি। প্রচারের অপেক্ষায় আছে গাজী গ্রুপের নতুন একটি বিজ্ঞাপন। মানসী প্রকৃতি বলেন, ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে পূর্বের করা কিছু কাজও রয়েছে। সবমিলিয়ে প্রায় ২০টি নাটকে এবারের ঈদে আমাকে দেখা যাবে। তবে প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে ভিন্নতা রয়েছে। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দর্শক নতুনত্ব খুঁজে পাবে। এদিকে, প্রকৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি সিনেমা ‘যন্ত্রণা’ এবং ‘দুই ঘণ্টা দশ মিনিট।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com