প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ১:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক:
শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ভারতের ফ্যাশন ডিজাইনার মুশকান নারাংয়ের ঝুলন্ত মরদেহ। শুক্রবার সকালে মোরদাবাদে নিজের বাড়ির শোওয়ার ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
আত্মঘাতী হওয়ার একদিন আগেই নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিলেন মুশকান। ওই ভিডিও থেকে সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোরদাবাদের সিভিল লাইনে পরিবারের বাকি সদস্যদের সঙ্গেই থাকতেন আত্মঘাতী ফ্যাশন ডিজাইনার। দেহরাদুনের একটি ইনস্টিটিউট থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করা মুশকান মুম্বইতে একটি সংস্থায় কর্মরত ছিলেন। হোলির ছুটিতে বাড়ি আসেন। তার পরে আর মুম্বইতে ফিরে যাননি। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়ার পরে নিজের ঘরে শুতে চলে যান।
শুক্রবার সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের বাকি সদস্যরা তাঁকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া শব্দ না মেলায় দরজা ভেঙ্গে ভিতরে ঢোকেন তাঁরা।
ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায় মুশকানকে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। আত্মঘাতী হওয়ার একদিন আগেই ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছিলেন মুশকান।
তাতে তাঁকে বলতে শোনা যায়, এটাই হয়তো আমার জীবনের শেষ রিল। এর পরে আপনারা আমাকে আর দেখতে পাবেন না। সবাই বলে, জীবনে কোনও সমস্যা হলে সবাইকে সেই সমস্যা খুলে বলো। সমাধান হয়ে যাবে। আমিও আমার জীবনের সমস্যা খুলে বলেছিলাম। কিন্তু পরিবারের সদস্য, বন্ধুবান্ধব-কাউকে কিছু বোঝাতে পারিনি।