ঝড় ও বৃষ্টি

কক্সবাজারের পেকুয়ায় আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া শিশুর নাম মোখা

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৭:০৬:০৬ প্রিন্ট সংস্করণ

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া অন্তঃসত্ত্বা জয়নব বেগমের সদ্য ভূমিষ্ট নবজাতকের নাম রাখা হয় মোখা।

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মিষ্টি মুখ করে শিশুটির মোখা নাম রাখেন পিতা মাতা এসময় উপস্থিতছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দারের,রাজাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।

জানা যায়, শনিবার রাত দুইটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ার আলী খান আদর্শ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অন্তঃসত্ত্বা নারী জয়নব বেগম প্রসববেদনা শুরু হয়। গভীর রাত হওয়ায় হাসপাতালে নেওয়ার জন্য আশপাশে কোনো পরিবহন পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার শনিবার গভীর রাতে আশ্রয়কেন্দ্রে গিয়ে পুলিশের গাড়িতে তুলে অন্তঃসত্ত্বা গৃহবধূ জয়নবকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আজ রোববার ভোরে সেখানে জয়নব এক পুত্রসন্তানের জন্ম দেন।

গৃহবধূ জয়নব বেগম উপজেলার রাজাখালীর বামুলাপাড়া এলাকার মোহাম্মদ আরকানের স্ত্রী। নবজাতকের মা জয়নব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ওসি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার না হলে আমার কী অবস্থা হতো জানি না।

রাত দেড়টার দিকে তাঁর বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পারেন পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার তাৎক্ষণিক প্রসুতিকে হাসপাতালে পাঠিয়েছেন। বিষয়টি স্থানীয় জনসাধারণ বেশ প্রসংশা করে কৃতজ্ঞতা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ওই নারী স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিয়েছেন। মা ও ছেলে ভালো আছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com