সারাদেশ

কক্সবাজারে মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় দুই বোন

  প্রতিনিধি ৩ মে ২০২৩ , ২:৫৪:০০ প্রিন্ট সংস্করণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সাদিয়া আক্তার ও শারমিন আক্তার নামে দুই শিক্ষার্থী। তাদের মায়ের নাম আনোয়ার বেগম। 

মঙ্গলবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা।

তাদের মায়ের মৃত্যুর ঘটনায় পরীক্ষা কেন্দ্রে, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পরীক্ষার্থী সাদিয়া ও শারমিন উপজেলার সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ড পানছড়িপাড়া গ্রামের জহির আহমেদের মেয়ে। তারা সাবরাং উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষার্থীদের বাবা জহির আহমেদ জানান, সাদিয়া ও শারমিনের মা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের সমস্যা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। বেলা ১১টায় তাদের পরীক্ষা শুরু হয়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁদতে এসএসসি পরীক্ষা দিতে যায় সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াছিন। বিকালে লাশ দাফন করা হয়।
 
টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমির সুপার ভাইজান নুরুল আবছার জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েরা পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com