প্রতিনিধি ৫ মে ২০২৩ , ১:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ
মদন নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে সড়ক দুর্ঘটনার সবুজ মিয়া (৪৮) নামে এক চা বিক্রেতা মারা গেছেন। সবুজ মিয়া উপজেলার কাইটাইল গ্রামের মিরাজ আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। সবুজ মিয়া উপজেলার কাইটাইল গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।
হাসপাতালে ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সবুজ মিয়া কাজের সন্ধানে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্য অটোরিকশায় করে রওনা হন। মদন বাস স্ট্যান্ডে পৌঁছে নামার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তিনি রাস্তা লুটিয়ে পড়েন।
বাসস্ট্যান্ডের লোকজন সবুজ মিয়াকে মদন হাসপাতালে ভর্তি নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপালে নিয়ে যান৷ সেখানেই তিনি মারা যান।
তবে প্রাথমিক অবস্থায় মদন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সনাক্ত করতে পারেনি।
মদন থানার ওসি মুহাম্মাদ তাওহীদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।