বরিশাল

কাঠালিয়া এক কিশোরীর আত্মহত্যা

  কাঁঠালিয়া প্রতিনিধি: ৪ জুলাই ২০২৩ , ২:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

কাঁঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় সালমা আক্তার (২৪) নামের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পওয়াগেছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাঠালিয়া থানা পুলিশ। মৃত সালমা আক্তার উপজেলা পরিষদ ডাক বাংলোর কেয়ারটেকার আব্দুস সালামের মিয়ার মেয়ে। তিনি পরিবার নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মোঃ মহসিন খানের বিল্ডিংয়ের ২য় তলায় ভাড়া থাকতেন। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সালমার মা বিউটি বেগম তার মেয়ের রুমে আলো জ¦লতে গিয়ে দেখে রুমের দরজা খুলে সালমাকে ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুৃলতে। এসময় তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসে এবং থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ ওই রাতেই ঝুলন্ত লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিক ভাবে জানা জায়নি তবে ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে প্রকৃত কারণ জানাযাবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com