প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১:৪০:৫২ প্রিন্ট সংস্করণ
ফরহাদ আহমেদ, ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ী ইউনিয়নের বাজারের জেঠিঘাঠ সংলগ্ন ১নং গলির শরিফ জেনারেল ষ্টোরে (২০ মে শনিবার) রাত ৩ টার সময়ে নগদ অর্থ সহ ৪০,০০০ হাজার টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক শরীফ মিয়া(২৬) জানান, আমি প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ী যাই, আজও এর ব্যাতিকক্রম কিছু হয়নি।
আমি যখন সকাল ৮ ঘঠিকায় দোকান খুলতে যাই তখন আমি দেখতে পাই আমার দোকানের পিছনের দরজা কে বা কারা শাবল,খন্তা, হাতুরী ও ইত্যাদি ডাকাতির সরঞ্জাম দিয়ে দোকানের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ অর্থ সহ ৪০, ০০০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
আমি এ বিষয়টি স্থানীয় ভাবে বাজার কমিটির সভাপতি মোঃ রেনু হাজি (৬০) সহ সেক্রেটারি আবুল হাশেম( ৪৫) তাদেরকে জানাই।
তারা জানান, আমরা স্থানীয় ভাবে বাজারে বসে আলোচনার মাধ্যমে ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা করব। তাই এ পর্যন্ত থানায় কোন ডায়েরী বা মামলা করা হয়নি বলে জানা যায়।