প্রতিনিধি ৯ মে ২০২৩ , ১০:০০:১৭ প্রিন্ট সংস্করণ
ফরহাদ আহমেদ, ইটনা কিশোরগঞ্জে:
কিশোরগঞ্জের ইটনা উপজেলা জয়সিদ্ধী ইউনিয়নের ডুইয়ারপার গ্রামের দরিদ্র পিতা তাহের আলী(৩০) এর ৮ বছরের শিশু সন্তান মোঃ নিলয় মিয়াকে ইসলামিক দ্বিনী শিক্ষায় শিক্ষিত করার আশায় উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের চৌধুরী নুরন্নাহার হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। এভাবেই চলছিল তার শিক্ষা জীবন।
হঠৎ করে গত ৬ মে মাদ্রাসায় অবস্থান রত অবস্থায় শিশু নিলয়ের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘঠে। বিসয়টি স্থানিয় ভাবে জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ নিলয়ের মৃত্যুকে আত্মহতা বলে জানান অসহায় নিলয়ের পরিবারকে।
জানাযায় এমন ঘটনায় লাশের ময়নাতদন্ত না করার জন্য অসহায় নিলয়ের পরিবারকে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে অনুরোধ করা হয়।
এ বিষয়টি ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকতার দায়িত্বশীল হস্তক্ষেপের কারনে এর ব্যাতিক্রম কিছু হয়নি এবং এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানাযায়। তবে এ ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদঘাটনের জন্য জোর দাবি জানাচ্ছেন অসহায় নিলয়ের পরিবার।