সারাদেশ

কুড়িগ্রামে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধা আাটক

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ১:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ

মোঃ শাহজাহান খন্দকার, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম জেলায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশু(৭) কে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর বক্স(৭০) নামে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের পলাশবাড়ী পাঠানপাড়া গ্রাম থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

অ‌ভি‌যো‌গ ও তথ্য সুত্রে পু‌লিশ জানায়, মঙ্গলবার দুপুর সা‌ড়ে ৩ টার দি‌কে নুরবক্স একই এলাকার প্রথম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশু‌কে আম দেওয়ার কথা ব‌লে নিজ শয়ন কক্ষে নি‌য়ে যান। ঘ‌রের ভেতর শি‌শু‌টি‌কে ‘ধর্ষণচেষ্টা’ ক‌রেন তি‌নি। শিশু‌টির মা বিষয়‌টি বুঝ‌তে পে‌রে শি‌শু‌টি‌কে দ্রুত উদ্ধার ক‌রেন। প‌রে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্ত‌ভোগী শিশুর মা বাদী হ‌য়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ক‌রেন। প‌রে পু‌লিশ অ‌ভিযুক্ত নুরবক্স‌কে গ্রেফতার ক‌রে থানায় নিয়ে আ‌সে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ শাহ‌রিয়ার এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ ব‌লেন, ভুক্ত‌ভোগী শি‌শু‌টির মা বাদী হ‌য়ে মামলা ক‌রে‌ছেন। অ‌ভিযুক্ত‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com