প্রতিনিধি ৫ মে ২০২৩ , ১:২৯:৫৩ প্রিন্ট সংস্করণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় ফিদ্দুনিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার চালক ও ড্রাম ট্রাককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার সারপটি সিটিজেন ব্রিকসে এ ঘটনাটি ঘটে। নিহত ফিদ্দুনিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বারবারতা এলাকার হেলাল মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটিজেন ব্রিকসে শিশুটির মা মাটি বহনকারী ড্রাম ট্রাকের টোকেন দিচ্ছিলেন, পাশে শিশুটি খেলাধুলা করছিল। এ ট্রাকটি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় চালক ও ড্রাম ট্রাকটিকে আটক করা হয়েছে।