সারাদেশ

কুষ্টিয়ায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত-২

  প্রতিনিধি ২০ মে ২০২৩ , ৪:১৯:১৬ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া শহর সংলগ্ন হাটস হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ ভূতপাড়া মোড়ে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। নিহতরা হচ্ছেন ওমর আলী (৬০) ও মিরাজ আলী (৪৫)।

স্থানীয়রা জানায়, সেখানে ক্যারম বোর্ডে জুয়া খেলা হয়। শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে সেই জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ছুরিকাঘাতে ১২ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে দুজনের মৃত্যু হয়।

বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সন্ধ্যায় বাবু ও মান্নান সাহেব আলীর দোকানের সামনে এসে জুয়া খেলা হচ্ছে বলে ক্যারম খেলা বন্ধ করে দেয়। পুলিশ ওই ক্যারম বোর্ড ভেঙে দেয়। এরপর বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে বাবু-মান্নান গ্রুপ সেখানে হামলা করলে হতাহতের ঘটনা ঘটে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com