প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ১১:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
লাইফস্টাইল ডেস্ক:
কেমন নারী স্ত্রী হিসেবে পছন্দ? এমন প্রশ্নের জবাবে কেউ ঘরোয়া নারীর কথা বলেন। কারো কারো ক্ষেত্রে আবার চাকরিজীবী নারীই জীবনসঙ্গী হিসেবে উপযুক্ত।
তবে চাকরি করছেন এমন নারী এখনও স্ত্রী হিসেবে পছন্দ করেন না ভারতীয় পুরুষ। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্টের দাবি এমনটাই।
পাত্র-পাত্রীর সন্ধান দেয় এমন ওয়েবসাইটগুলোর বিভিন্ন তথ্যের ভিত্তিতেই মূলত এই গবেষণা চালানো হয়। দেখা গেছে, বিভিন্ন ডেটিং সাইটে থাকা পুরুষরা এমন নারীদের প্রোফাইলে আগ্রহ দেখাচ্ছেন, যারা চাকরি করেন না।
সমীক্ষায় দেখা গেছে, যেসব নারী চাকরিতে যুক্ত আছেন তাদের ১৫-২০ শতাংশ বেশি জনপ্রিয় যারা কখনো বাইরে গিয়ে কাজ করেননি। প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ৭৮-৮৫ জন চাকরিজীবী নারীর প্রোফাইলে যান। কিন্তু কথা খুব একটা আগান না।
চাকরি করছেন এমন নারীদের সঙ্গে সম্পর্ক যদিও বা আগায়, তবে এমন নারীদের তারা পছন্দ করেন তারা চাকরি ছেড়ে দিতে রাজি। সমীক্ষা বলছে, অধিকাংশ ভারতীয় নারীরাই ৪০ বছর বয়সের মধ্যেই বিয়ে করেন। তাদের কেউ কেউ বিয়ের আগে কাজ করলেও, বিয়ের পর সংসারে মন দেন কাজ ছেড়ে। এমন নারীদেরও পছন্দ করেন পুরুষরা।