সারাদেশ

খুলনায় স্কুল ব্যাগে ১৬ কেজি হরিণের মাংস, গ্রেফতার-২

  প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ২:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ

খুলনা প্রতিনিধি:

খুলনায় ১৬ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে (২৩ জুন) তাদের কয়রা উপজেলার জুনিয়ার মোড় থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুইজন হল, রাজু হোসেন (৩৬) ও মো. রোকনুজ্জামান(৩৮)।

কয়রা থানার এস আই বাবুন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন হরিণের মাংসসহ খুলনার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা ৫নং কয়রা গ্রামের জুনিয়ারের মোড়ে অবস্থান নেয়। গ্রেফতার হওয়া দুইজনের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদের কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালায় পুলিশ। এ সময়ে স্কুল ব্যাগের মধ্যে রাখা একটি বাক্সের মধ্যে হতে ১৬ কেজি মাংস উদ্ধার করে। পরবর্তীতে তাদের থানায় নেওয়া হয়।

কয়রা থানার অফিসার্স ইনচার্জ এবি এম এস দোহা ঢাকা মেইলকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। তারা স্কুল ব্যাগে করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com