খেলা

খেলোয়াড় সাকিবের অভিনীত প্রথম মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

  অনলাইন ডেস্ক: ১৩ এপ্রিল ২০২৩ , ৩:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠের বাইরে বিজ্ঞাপনের শুটিং কিংবা কোনো শো রুম উদ্বোধন- সব জায়গায় সমানভাবে কাজ করে চলেছেন তিনি। তবে এবার সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অমলিন থাকুক প্রতিটি হাসি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে।

গতকালই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ভক্তদের সঙ্গে ভাগাভগি করেছিলেন সাকিব।

মূলত এটি একটি মোবাইল কোম্পানির জন্য তৈরীকৃত স্বল্পদৈর্ঘ চলচিত্র।

এর আগে গত মাসে আয়ারল্যান্ড সিরিজ চলাকালেই দুই ম্যাচের ফাঁকে চট্টগ্রামের সিআরবিতে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং করেছিলেন সাকিব। সব কাজ শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা। সাকিব ছাড়াও এতে অভিনয় করেছে প্রান্তর দস্তিদারসহ আরও বেশ কয়েকজন গুণী অভিনেতা।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com