প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১:১৭:১৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি:
সড়কের পাশে পরিত্যক্ত দোকানঘর। ভেতরে কাঁদছিল নবজাতক এক শিশু। টের পেয়ে কয়েক পথচারী ঘরটির ভেতর গিয়ে দেখতে পায়, সেখানে এক নারী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত শিশুটি ওই ঘরের ভেতর থাকা বালুর মধ্যে হাত-পা নাড়িয়ে কাঁদছিল।
চিত্রটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট বাজারে গত শনিবার (১৩ মে) সকালের।
পরে ওই এলাকার কয়েকজন নারী ছুটে গিয়ে তাৎক্ষণিক প্রসূতিসহ সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে পরিচর্যা দেন।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে প্রসূতিসহ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এরপর পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ছেলেশিশুর জন্ম দেওয়া ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিজের নাম-পরিচয়ও বলতে পারেন না তিনি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই নারী ভবঘুরে। একেক সময় একেকস্থানে দিন কাটান, চেয়ে বা কেউ সেধে দিলে তা খেয়ে তার দিন কাটে। উদ্ধারের পর থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা কে উদঘাটনের জন্য পুলিশ মাঠে নেমেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনূর রহমান জানান, গত শনিবার সকালে ভারসাম্যহীন ওই প্রসূতিসহ শিশুটিকে হাসপাতালে আনা হয়। শিশুটির ওজন দেড় কেজি। নবজাতকের ওজন সাধারণত দু থেকে আড়াই কেজি পর্যন্ত স্বাভাবিক ধরা হয়। কম ওজনের কারণে প্রসূতিসহ শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, তাঁরা সেখানে খোঁজ রাখছেন, প্রসূতিসহ শিশুটি সুস্থ রয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ছেলেশিশুসহ ভারসাম্যহীন ওই প্রসূতি পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর পুনবার্সনের ব্যবস্থা করা হবে।