সারাদেশ

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ৬:২৫:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ পরিদর্শকের (বরখাস্ত) জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, মামলাটির যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত আসামি মিজানুর রহমানের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রামের আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১২ জুলাই নগরের একটি বেসরকারি কলেজের ছাত্রী ও তার এক ছেলে বন্ধু ফয়’স লেকে বেড়াতে গেলে পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তাদের জোর করে গাড়িতে তুলে নগরের চকবাজার এলাকায় একটি হোটেলে নিয়ে যান। পরে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। পরে অভিযুক্ত মিজানুরকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনার সময় মিজানুর রহমান চট্টগ্রামে একটি মামলায় সাক্ষ্য দিতে পাঁচ দিনের ছুটিতে এসেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়িত্ব পালনের আগে মিজান চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com