সারাদেশ

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে পণ্যের গুদামে অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৬:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজাখালীতে একটি কোল্ড স্টোরেজে (পণ্যের গুদামে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

জনতা কোল্ড স্টোরেজে এ অগ্নিকাণ্ডের ঘটনায় চার তলা ভবনটি হেলে পড়েছে। বিকট শব্দে বিস্ফোরণের পর ক্ষয়ক্ষতি এড়াতে সেই আবাসিক ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে পুলিশ।

জানতে চাইলে নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, চার তলা বিশিষ্ট জনতা কোল্ড স্টোরেজ ছিল নিচ তলায়। বাকি তিনটি আবাসিক ভবন। নিচে থাকা কোল্ড স্টোরেজে ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com