সারাদেশ

চট্টগ্রাম থেকে হজ্ব যাত্রা শুরু আগামী মঙ্গলবার থেকেই

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৮:১২:০১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন ভোর ৫টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে রওনা দেবে।   

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, চলতি হজ মৌসুমে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। এ বছর চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ডেডিকেটেড ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা রুটে ও চট্টগ্রাম থেকে মদিনা রুটে চলবে। 

শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, হজযাত্রীদের অসুবিধা বা হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া বলেন, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। হাজিরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য আমরা বদ্ধপরিকর।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com