প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১২:৪৭:২৮ প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় একসাথে ভোলার চরফ্যাশন উপজেলায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার এইচএসসি পরিক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন তিনি.
সকাল ১১ টায় অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয় এর কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক। ওই কেন্দ্রে ফাতেমা মতিন মহিলা কলেজ, জালাল আহমেদ কলেজ ও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রী কলেজসহ তিন প্রতিষ্ঠানের ৫৮৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানাযায়, উপজেলায় ৬টি কেন্দ্রে ১২টি ভেনুতে এইচ.এস.সি ২০২৩ ইং সনের পরীক্ষায় ৩২৮৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন অনুপস্থিত ছিলেন ২০ জন। জানা যায় নকলমুক্ত পরিবেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে প্রথম দিনের এইচএসসি পরীক্ষা সম্পুর্ণ হয়েছে।