ভোলা

চরফ্যাশনে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  ভোলা প্রতিনিধি: ৪ জুলাই ২০২৩ , ২:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. শামীম হোসেন (২১) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জলিল পন্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. শামীম হোসেন শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ জলিল পন্ডিতের ছেলে। সে শশীভূষণ রসুলপুর ডিগ্রী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শামীম হোসেন অসুস্থ ছিলেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির নতুন পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস দিয়ে ঘরের জানালার সঙ্গে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত্যু ঘোষণা করেন।   শশীভূষণ থানার পরিদর্শক তদন্ত মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com