সারাদেশ

চিকিৎসায় যক্ষ্মা ভালো হয় এই শ্লোগানে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ২:০০:৫১ প্রিন্ট সংস্করণ

মো: শাহ আলম ভূঁইয়া, শাহরাস্তি প্রতিনিধিঃ

“চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়” এই শ্লোগানে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় শাহরাস্তিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় ব্র্যাক শাহরাস্তি অঞ্চলের আয়োজনে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিক্ষক, ধর্মীয় নেতা ও গন্যমান্য ব্যক্তিদের নিয় এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নাসির উদ্দিন।

ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রোগ্রামের উপজেলা ব্যবস্থাপক আমজাদ হোসেন পলকের সঞ্চালনায় এতে এতে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মোঃ ইব্রাহিম খলিল।
এতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, ব্র‍্যাককর্মী জুয়েল মিয়াসহ শিক্ষক, মসজিদের ইমাম ও সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যক্ষ্মা এখন আর দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা থেকে আরোগ্য লাভ সম্ভব। যক্ষ্মা শনাক্তকরণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে মাইক্রোস্কপিক, জিন এক্সপার্ট ও এক্সরের ব্যবস্থা রয়েছে। শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের সহায়তায় বর্তমানে ২ শ ৮৩ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com