প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৫:১১:৩০ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের আলির পাড়ায় ছাগল মারাকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম ওরফে দুলাল মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগারচর ইউনিয়নের আলিরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার হাজী আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বগারচর ইউনিয়নের আলির পাড়া হাইস্কুলের বিএসসি শিক্ষক আমিনুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওই এলাকার আদালত মিয়ার ছেলে আবু মিয়ার একটি ছাগলের বাচ্চা তার মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এ ঘটনায় আমিনুল ইসলাম ও আবু মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। আমিনুল বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমানুজ্জামানকে জানান। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে দুই পক্ষই মারমুখী অবস্থান নেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টোটার আঘাতে আবুল কাশেম গুরুতর আহত হলে তাকে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধারসহ বগারচর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, একই এলাকার মৃত ভোমর বেপারির ছেলে মানিক মিয়া (৫৫) ও রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৪) নামে ৩ জনকে আটক করেছে বকশীগঞ্জ পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। অভিযোগ প্রাপ্তিতে মামলা রুজু করা হবে।