সারাদেশ

ঝালকাঠিতে বিআরটিসি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

  ঝালকাঠি প্রতিনিধিঃ ২৫ মার্চ ২০২৩ , ৩:৩২:৪১ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসির) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় এতে বাসটির সুপারভাইজারসহ এক যাত্রী নিহত হয়। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখনও নিহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com