সারাদেশ

ঝিনাইদহে পান চোর সন্দেহে পিটিয়ে মারা হলো বৃদ্ধকে

  প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৭:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে গণপিটুনীতে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩ মে) সকালে ওই অজ্ঞাত ব্যক্তিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার (৪ মে) ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এলাকাবাসী সূত্রে জানাগেছে কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামের একটি পানের বরজে পান চুরি করছে সন্দেহে তাকে গণপিটুনী দিয়ে হাসপাতালে ভর্তি করে চলে যাওয়া হয়। তবে কে বা কারা তাকে ভর্তি করে রেখে গেছেন সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষও বলতে পারেননি। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান ওই অজ্ঞাত ব্যক্তি। 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, খবর পেয়ে ওসি (তদন্ত) ও একজন এসআই হাসপাতালে গেছেন। মৃত ব্যক্তির নাম পরিচয় এবং কিভাবে মারা গেছেন সেটা তারা এখনো জানতে পারেননি বলে যোগ করেন তিনি। 

কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত হরিদাস রায় বলেন, ঝিনাইদহ থেকে সিআইডির একটি টিম রওনা দিয়েছে। তারা এসে মৃত ব্যক্তির হাতের ফিঙ্গার নিয়ে পরিচয় সনাক্ত করবেন। অজ্ঞাত ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন তা এখনো আমরা জানতে পারিনি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com