সারাদেশ

ঝিনাইদহে সপ্তম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ যুবকের ফাঁসি

  প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১২:৩৩:৪২ প্রিন্ট সংস্করণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পূর্বপাড়ার মৃত মন্তেজ আলীর ছেলে বাদশা মিয়া, খাজুরা জোয়ার্দ্দারপাড়ার মন্টু মিয়ার ছেলে রুহুল আমিন ও খাজুরা শেখপাড়া গ্রামের জাফর উদ্দিনের ছেলে মন্নু মিয়া।

ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইট্যুনালের পিপি অ‌্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে যায়। সে সময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই ছাত্রীকে ধর্ষণ করে তামান্না পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২টার ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত বাদশা, রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেকেকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com