সারাদেশ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৭:১৩:৫০ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা মেয়েসহ চার নারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চারজনের মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com