প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১২:০৮:০১ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক:
টালিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না রাজের। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ চক্রবর্তী।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকালে অ্যাপালো হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক রাজ। চেকআপের পর জানা যায় তার মূত্রনালিতে সামান্য সংক্রমণ ধরা পড়েছে। এ কারণে তাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে।
তবে স্বামীর অসুস্থতা নিয়ে শুভশ্রী জানিয়েছেন, রাজের স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে। চিন্তার কোনো কারণ নেই। বড় ধরনের কোনো অসুস্থতার সম্মুখীন হননি রাজ।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার রাজকে পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
রাজের অসুস্থতার খবরের মাঝেই ইনস্টাগ্রামে বরকে নিয়ে রোমান্টিক পোস্ট করেছেন শুভশ্রীর। রাজের সঙ্গে কাটানো মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করে তিনি লেখেন, আমার সব কিছু।
সঙ্গে নায়িকার বার্তা, রাজের জন্যই নারী হিসাবে তার পূর্ণতা।