প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১:১৯:২৩ প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভাংবাড়ি মধ্যপাড়ায় রবিবার (১৪ মে) দুপুর ২টার দিকে জেসমিন আকতার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। মৃত জেসমিন বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের বিদেশ প্রবাসী সাগর আলীর স্ত্রী ও এক সন্তানের মা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত জেসমিনের স্বামী সাগর মিয়া প্রবাসে প্রায় ৩ (তিন) বছর ধরে চাকরি করছে। গৃহবধূ জেসমিনের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি একই গ্রামে হওয়ায় বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন মৃতের বাবার বাড়ির পরিবারের লোকজন সকালের খাওয়া দাওয়া শেষে মৃত জেসমিন আক্তার ও তার ৪-৫ বছরের ছেলেকে বাসায় রেখে ভুট্টা ক্ষেতে ভুট্টা উঠাতে যায়। এরই মধ্যে বাড়ির লোকজন ভুট্টা উঠানোর পর দুপুরে আবারো বাড়িতে আসে। এ সময় জেসমিনকে নামাজ পড়া অবস্থায় দেখেন তারা। পরে পরিবারের লোকজন দুপুরের খাওয়া শেষে যথারীতি মাঠে ভুট্টা উঠানোর জন্য বের হয়। এমন সময় হঠাৎ মৃতের ছেলে তার মা (জেসমিন) শোবার ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় বলে চিৎকার করতে থাকে।
এ সময় মৃতের বাবা জয়নুল দ্রুত বাড়িতে এসে দেখে তার মেয়ের শোবার ঘরের দরজা বন্ধ দেখে পাশের রুম দিয়ে ঘরে ঢুকে জেসমিনকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে পথিমধ্যে সে মৃত্যুবরণ করে।
এদিকে খবর পেয়ে রানীশংকৈল থানার ওসিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল কালের কণ্ঠকে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।