সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন জগত পার্ক থেকে ৫ তরুণ-তরুণীর কারাদণ্ড

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার আকচা ইউনিয়নে ‘স্বপ্ন জগত পার্ক’ থেকে আটক করে পাঁচ তরুণ-তরুণীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

আটক ৫ জনের মধ্যে পার্কের কর্মচারীও আছেন। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান।

জানা যায়, পার্কে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে সেখানের একটি কক্ষ থেকে পাঁচজনকে আটক করা হয়। আটককৃত একজনের বাড়ি দিনাজপুর এবং চারজন ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পার্ক থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পার্ক মালিক সারওয়ার চৌধুরীকে সর্কত করা হয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com