সারাদেশ

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৩ , ৯:৩৪:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

ডেঙ্গু আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগের দিন বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

শরিফা ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। ভাই-বোনদের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

শরিফার মামা আবিদ হাসান জানান, তার ভাগনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকালে শরিফা মারা যান।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com