সারাদেশ

ডেমরায় গরুর খামার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  প্রতিনিধি ২ মে ২০২৩ , ৪:৪৭:৩৩ প্রিন্ট সংস্করণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

রাজধানীর ডেমরায় রেজাউল হাওলাদার (৫৫) এক গরুর খামার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। তিনি পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে। 

সোমবার (১ মে) দুপুরে আমিন মোহাম্মদ গ্রুপ হাউজিং প্রকল্পের একটি গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিডফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে মৃতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মৃতের ছেলে শাহীন মিয়া জানায়, কিছুদিন আগে ত্রিমহোনী এলাকার কামাল, কামরুল ও আমার বাবাসহ চারজন মিলে একটি জমির বায়না করেন। গত শনিবার (২৯ এপ্রিল) রাতে রেজাউল হাওলাদার ওই জমির কাগজপত্রসহ একই এলাকার সিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে নিয়ে বেরিয়ে যায়। ওই রাতে রেজাউল আর বাসায় না ফিরলেও তার স্ত্রীর মোবাইল ফোনে গত রবিবার (৩০ এপ্রিল) ভোরে জানান ত্রিমহোনী এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা মিঠু ও সুমনের গ্যারেজে ছিলেন তিনি। 

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সোমবার খবর পেয়ে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসিপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com