সারাদেশ

ডোমারে সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১:৪৭:৩১ প্রিন্ট সংস্করণ

মো:রিমন,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে অত্যাধুনিক সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।সোমবার (২০মার্চ) বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার প্রাণকেন্দ্র বনোয়ারীর মোড়ে সেবা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় সেবা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. আয়নুল হক, জেলা পরিষদ সদস্য মনজুর আহমেদ ডন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের গাইনি কনসালটেন্ট ডা. ফারজানা আফরিন, ডক্টরস্ ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. মাহবুব উর রশীদ মাসুমসহ স্থানীয় ব্যবসায়ী,সুধিজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেবা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আইনুল হক জানান, উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো হয়েছে। সঠিক রোগ নির্ণয়ে পরিক্ষা নিরিখা ও উন্নত মানের চিকিৎসা সেবা দিতে আমার এই সেবা হাসপাতালের উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু হলো।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com