ঝড় ও বৃষ্টি

তজুমদ্দিনে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশের সচেতনামূলক সভা

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৭:৫৫:২৬ প্রিন্ট সংস্করণ

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিনে থানা পুলিশের আয়োজনে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়াতে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ মে বিকাল ৫ ঘটিকার সময় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত সভায় ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় (ওসি) মাকসুদুর রহমান মুরাদ সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সরকারি নির্দেশনা পালন ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শসহ জরুরি অবস্থায় ৯৯৯ এ কল দেওয়া সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন থাকার জন্য অবগত করেন।

উক্ত সভায় এ সময় উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, ইন্সপেক্টর (তদন্ত) তারিক মোঃ হাসান, উপজেলা পিআইও মোঃ সেলিম হোসেন, ইউপি সদস্য মহিউদ্দিন সাঝী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। সভা শেষে মেঘনা নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ) সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com