আওয়ামীলীগ

তজুমদ্দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ


ভেলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ আগস্ট) তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ’র সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সকাল থেকে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বেলা ৩ টায় ফাইনাল খেলা বঙ্গমাতা গোল্ডকাপে চাঁদপুর মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। রানার্সআপ হয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর বিকাল ৫টায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্সআপ হয় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

এসময়  উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার আবদুল মান্নান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com