বরিশাল

তালা ঝুলছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে

  লালমোহন (ভোলা) প্রতিনিধি^ ২০ মার্চ ২০২৩ , ৬:১৭:০০ প্রিন্ট সংস্করণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে ঝুলছে তালা। গাইনি, অর্থোপেডিক্স ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, এসবের কিছুই নেই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যার ফলে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে তালা ঝুলছে বছরের পর বছর। এ সংকটের কারণে দুর্ভোগে উপজেলার হাজার হাজার স্বাস্থ্য সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সার্জারি, গাইনি এবং অর্থোপেডিক্সের অতিগুরুত্বপূর্ণ সব ধরনের যন্ত্রপাতি সম্বলিত সুসজ্জিত ও অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি কেবল প্রয়োজনীয় জনশক্তির অভাবে বন্ধ রয়েছে। যার ফলে সরকারের কোটি কোটি টাকার এসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বর্তমানে নষ্টের পথে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাপ্রত্যাশী সিরাজ, জাহিদ ও এনামুল হক বলেন, হসপিটালে কোনো প্রকার অপারেশন হয় না। যার ফলে অনেককে অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক, হসপিটাল অথবা জেলা-বিভাগীয় বা রাজধানীর সরকারি হসপিটালের ডাক্তার দিয়ে প্রয়োজনীয় অপারেশন করাতে হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি আমাদের মতো সাধারণ রোগীদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমাদের দাবি; দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে লালমোহনের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য অপারেশন থিয়েটারটি যেন চালু করা হয়। এখানে অপারেশনের ব্যবস্থা থাকলে উপজেলার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট লাঘব হবে বলে মনে করছি। এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান জানান, কেবল প্রয়োজনীয় জনবলের অভাবেই হসপিটালের অপারেশন থিয়েটারটি চালানো যাচ্ছে না। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবহিত করেছি। তারা জনবল নিয়োগ দিলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি চালু করা সম্ভব হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com