আওয়ামীলীগ

তিন দিনের সফরে দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৫:০১:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের সরকারি সফরে আজ সোমবার বিকেলে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম, নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প শীর্ষক ফোরামে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। 

শেখ হাসিনা আগামীকাল ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন।

এ ছাড়া তিনি দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন। কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গেও আলাদাভাবে তিনি বৈঠক করবেন।

বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com