জাতীয়

তিন বোর্ডের এইচএসসি পরীক্ষার তারিখ পেছাল

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৬:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

টানা বর্ষণে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া চট্টগ্রামে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও ২৭ আগস্ট থেকে শুরু হবে।

 আজ শুক্রবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই তিন শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে।

অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুরে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কেননা দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে।

তাই নির্ধারিত সময়েই এ পরীক্ষা হবে আর এতে সবাই অংশ নেবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com