নিজস্ব প্রতিবেদক: ১৮ এপ্রিল ২০২৩ , ৫:০৫:৩৪ প্রিন্ট সংস্করণ
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে দ্বিগুণ বেড়েছে তরমুজের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মৌসুমি এই ফল। ক্রেতারা বলছেন, প্রচণ্ড গরমের কারণে রমজানে ইফতারের খাদ্যতালিকায় সবাই কমবেশি তরমুজ রাখেন। এ জন্য চাহিদা বেড়েছে। সেই সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকাররা দাম বাড়ানোয় তাঁদেরও বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজার, গুলশানের গুদারাঘাট, ভাটারা বাজার ও বসুন্ধরা এলাকার বাজারে গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীরা জানান, বাজারে তরমুজের সরবরাহ কমে গেছে। পাইকারি বিক্রেতারা বেশি দাম নিচ্ছেন। এ কারণেই দাম বেড়েছে। আবার যা পাওয়া যাচ্ছে, তা ছোট ও মাঝারি আকারের। বাজারে বড় তরমুজ নেই বললেই চলে। কিছুদিন আগে বৃষ্টির কারণে অনেক তরমুজ ক্ষেতেই নষ্ট হয়েছে। যার প্রভাব এখন বাজারে পড়ছে।
কারওয়ান বাজারের হামিদুল হক ৫০০ টাকা দিয়ে তিনটি তরমুজ কেনেন। তিনটির ওজন ছয় কেজির সামান্য বেশি। তিনি কালের কণ্ঠকে বলেন, বাসায় ইফতারের জন্য নিলাম। দামটা অনেক বেশি। বিক্রেতা মিঠু মিয়া বলেন, প্রতিদিন দাম বাড়তাছে। কাইল (গত পরশু) আছিল ৫০ টাকা, আইজ (গতকাল) ৬০ টাকাত কিনছি।
ছোট আকারের তরমুজ বিক্রির বিষয়ে তিনি বলেন, এগলা খুলনার তরমুজ। ছোটই হয়। বড় তরমুজ শ্যাষ। এগলা ছোট অইলেও মিষ্টি আছে। বাজারে এহন তরমুজ কম। হয়তো আর ১০-১২ দিন পাওয়া যাইব।
গুদারাঘাটের ব্যবসায়ী আলম শেখ ৭০ টাকা কেজিতে তরমুজ বিক্রি করছিলেন। তিনি বলেন, মাল (তরমুজ) কম পাওয়া যাইতাছে। তার ওপর বেশি দাম দিয়া কিনা লাগছে। তাই বেশি দামে বেচি।