সারাদেশ

তেজগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রুম থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৬:১১:১৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর রুম থেকে জুলেখা (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া জলিল নামে এক রিকশাচালককে খুঁজছে পুলিশ। 

আজ রবিবার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর-তদন্ত) শাহ আলম। এর আগে শনিবার (২০ মে) দিনগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহ আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, জলিল নামে এক রিকশাচালকের সঙ্গে জুলেখার প্রেমের সম্পর্ক সেই করোনার লকডাউনের সময় থেকে। দুজনেই বিবাহিত। তাদের আলাদা সংসার আছে। গতকাল শনিবার রাতে জামান টাওয়ারের নিরাপত্তাকর্মী সিরাজের রুমে ঢোকে তারা।

একপর্যায়ে জলিল জুলেখাকে গলা কেটে পালিয়ে যায়। নিরাপত্তাকর্মী সিরাজের সঙ্গে আগে থেকেই তারা পরিচিত ছিল। দুদিন আগে বাড়ি থেকে জুলেখাকে কাজ দেওয়ার নাম করে ডেকে আনে সিরাজ। এ ছাড়া জলিলের কাছে ৪০ হাজার টাকা পেত জুলেখা।পরে অনেক দেনদরবার করে এলাকাবাসী ২০ হাজার টাকা জলিলের কাছ থেকে তুলে দেয় জুলেখাকে।  

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের আগে শনিবার রাতে জুলেখা, নিরাপত্তাকর্মী সিরাজ ও জলিল কারওয়ানবাজারে ঘোরাঘুরি করেন ও আম কেনেন।

নিরাপত্তাকর্মী সিরাজ পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়া জলিল বর্তমানে রাজধানীর শ্যামলী এলাকায় থাকতেন বলেও জানান শাহ আলম

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com