সারাদেশ

ধলেশ্বরীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই শিশু, একজনের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১ মে ২০২৩ , ২:১৭:১২ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। অপর শিশু উদ্ধার অভিযান চলছে। 

রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর লেকু মার্কেট এলাকায় কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেল ৫টার দিকে সিরাজদিখানের বালুচর ইউনিয়নের চান্দ্রের চর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. আমির হামজা (৮) ও মো. বাবুলের ছেলে মো. রিমন (৯) লেকু মার্কেট এলাকার কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে রবিবার রাত সাড়ে ৮টার দিকে আমির হামজাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রিমনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সিরাজখান ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল আসার পর উদ্ধার অভিযান শুরু করি। অভিযান চালিয়ে রাত ৮টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে অপর শিশুকে খুঁজে না পেয়ে অভিযান বন্ধ করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার জন্য অভিযান চালানো হবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com