সারাদেশ

নওগাঁয় ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ১২:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ

সবুজ হুসাইন, নওগাঁঃ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় খাবার হোটেল, কসমেটিকস ও মুদি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় খাবার হোটেল, কসমেটিকস ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,৫০০/-(আট হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত অভিযানে মহাদেবপুর থানার মাতাাজিহাট পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম সার্বিক সহযোগিতা করেন। নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রুবেল আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com