গণমাধ্যম কর্মী

নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৩:৩১:৪১ প্রিন্ট সংস্করণ

সবুজ হুসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কারণে সাংবাদিকদের আসন সংখ্যা সীমিত করা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা কে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন “নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। উক্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলার ১১টি উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় দুইশত সাংবাদিক উপস্হিত ছিলেন।

এসময় উপজেলার অবহেলিত সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সার্বিক সহযোগিতা সহ দক্ষ সাংবাদিক গড়ে তুলতে এবং জেলায় সাংবাদিকদের জন্য আলাদা লাইব্রেরি গড়ে তোলার আশ্বাস দেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত কারণে সাংবাদিকদের আসন সংখ্যা পর্যাপ্ত দিতে না পারাই বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক এবং তিনি বলেন ভবিষ্যতে আমরা আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত চেষ্টা করবো সাংবাদিকদের বসা-নিউজ কাভার করার সুবিধার্থে যতোটুকু সহযোগিতা প্রয়োজন আমরা তা করবো।

এ সময় সাংবাদিকদের পক্ষে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের তথ্য অধিকারপ্রাপ্তি, পর্যাপ্ত সম্মানের দাবী সহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com