সারাদেশ

নড়াইলের কালিয়ায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ১১:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় মধুমতি নদী থেকে মার্জিয়া নামের ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে খুলনা ডুবুরী দল।

গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় যোগানিয়া বাজার সংলগ্ন খেয়াঘাটের পাশে মধুমতি নদীর পাড়ে খেলতে যেয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় মার্জিয়া।

নিহত শিশু মার্জিয়া দক্ষিন যোগানিয়া গ্রামের কাবুল শেখের মেয়ে।
পরে স্বজনরা অনেক খোজাখুজি করে না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। কালিয়া ফায়ার সার্ভিস খুলনা ডুবুরী দলকে অবগত করলে তারা আজ ২১মে (রবিবার) সকাল ১০ টায় নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ১ ঘন্টা খোজাখুজির পরে নদীর অপরপাড়ে ইট ভাটার কাছে নদীর কুল থেকে তার লাশ উদ্ধার করে।
এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

খুলনা ফায়ার সার্ভিস ডুবুরী দলের টিম লিডার শাহিদুল ইসলাম বলেন,কালিয়া ফায়ার সার্ভিস আজ সকালে আমাদেরকে অবহিত করলে আমরা এসে উদ্ধারকাজ শুরু করি।

প্রায় ১ ঘন্টা খোজাখুজির পরে নদীর অপরপাড়ে ইট ভাটার সংলগ্ন নদীর কুল থেকে মার্জিয়ার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীলে কোথাও অস্বাভাবিক কোন কিছুর চিহ্ন পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com