সারাদেশ

নড়াইলের নড়াগাতিতে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-১

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৩:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, নড়াইল:

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে (৪২) পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। গত শুক্রবার (১২ মে) বাড়ি থেকে চান্দেরচর বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমিনুল তেলিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় সোমবার নিহতের বড় ভাই মো. বাবলু খাকি বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নিহতে বড় ভাই মামলার বাদী বাবলু খাকি বলেন, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে শুক্রবার (১২ মে) তাদের প্রতিপক্ষ গফফার শেখের নেতৃত্বে আমিনুলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর যখম করা হয়। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডে নেতৃত্ব ও প্রত্যক্ষভাবে অংশ নেয়া গফফার শেখকে মামলায় প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকান্ত সাহা জানান, পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় তেলীডাঙ্গা গ্রামের আমিনুর ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com