বিনোদন

নতুন দুই গান নিয়ে কণ্ঠশিল্পী এন কে ভাবনার ধামাকা

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৩:২৪:৪২ প্রিন্ট সংস্করণ

বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী এন কে ভাবনা নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই গায়িকা পহেলা বৈশাখ উপলক্ষে নিয়ে আসছেন নতুন গান ও ভিডিও।

শিরোনাম ‘এলো খুশির বৈশাখ’ এবং আসন্ন ঈদে আসবে ‘মনের নদী উছলায়’। গান দুটি শিগগিরই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। সম্প্রতি পূবাইলে গান দুটির শুটিং শেষ হয়েছে।

এলো খুশির বৈশাখ’ গানটির কথা ও সুর করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ এবং ‘মনের নদী উছলায়’ গানের কথা ও সুর করেছেন শিল্পী এস কে সানু। গান দুটির সঙ্গীত আয়োজনে ছিলেন সিহান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা ইভান মল্লিক। কোরিওগ্রাফি করেছেন রাজিব।

ভাবনা বলেন, গান দুটির কথাগুলো সুন্দর। দর্শকদের পছন্দ হবে। গানকে ভালোবাসি, ভালো গান দিয়েই দর্শক-শ্রোতাদের মাঝে আজীবন বেঁচে থাকতে চাই।

নির্মাতা ইভান মল্লিক বলেন, গান দুটির কথা, সুর অসাধারণ। ভাবনার গায়কী এবং সব কিছু মিলিয়ে দারুণ দুটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, দর্শক শ্রোতাদের গান দুটি ভালো লাগবে।

আরও খবর

Sponsered content

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com