প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৩ , ৫:০৯:২৯ প্রিন্ট সংস্করণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
নানির মরদেহ ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন নাতি হৃদয় মাহিন আলভি (২৭)। পথে দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এ ঘটনায় চালকের পাশে বসা আলভি নিহত হন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের নুরজাহানপুরে ওই দুর্ঘটনা ঘটে। হৃদয় মাহিন আলভির (২৩) বাড়ি দিনাজপুর সদরের বালু বাড়িতে। তিনি ওই এলাকার মেফতাহুল রহমানের ছেলে।
দুর্ঘটনায় আহত হয়েছেন লাশবাহী গাড়ির চালক মিঠুন মিয়া (৩৫)। তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালের লাশবাহী ফ্রিজিং গাড়ির চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলভি অ্যাম্বুলেন্সে করে নানির মরদেহ নিয়ে দিনাজপুরের বাড়িতে ফিরছিলেন। অ্যাম্বুলেন্সটি ঘোড়াঘাটের নূরজাহানপুরে পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা এসে দুমড়েমুচড়ে যাওয়া অংশ থেকে আলভি ও চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলভির মৃত্যু হয়েছে বলে জানান।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, মহাসড়কের পাশে দিনাজপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। লাশবাহী গাড়িটি নুরজাহানপুর নামক স্থানে পৌঁছালে থেমে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয়। লাশবাহী গাড়িতে একজন বৃদ্ধ নারীর মরদেহ ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনার পরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ পরিবার দিনাজপুর নিয়ে গেছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।